Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

কৃষি বিপণন অধিদপ্তরের অজনসমুহ
৹ লাইসেন্স খাতে সরকারী  কোষাগারে প্রায় ৬,১০,৮৮,৩২০ টাকা জমা করা হয়েছে ।
৹ শস্য গুদাম কাযক্রের আওতায় মোট ৩৩,৮৬০ জন কৃষকের ৪,০৫,৫১০ কুইন্টাল শস্য জমার বিপরীতে মোট ৬,৬৬৩.৫৯ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে এবং ঋণ পরিশোধের হার ৯৮.৪০শতকরা ।

৹ বাণিজ্যিক ভিত্তিতে বসতবাড়ীতে আলুর সংরক্ষণ কৌশল বিষয়ে অবহিতকরণের জন্য ২৬,০০০ পোষ্টার বিতরণ এবং প্রদশনীর উদ্দেশ্যে ২২টি স্বল্প খরচে গৃহপযায়ে আলু সংরক্ষণাগার নিমানে সহায়তা প্রদান করা হয়েছে ।
৹ রাজস্ব,প্রকল্প এবং কমসূচীর মাধ্যমে কৃষিপণ্যের বিপণন বিষয়ে সবমোট ৩৬,৫৯০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
৹ বিভিন্ন প্রকল্প এবং কমসূচীর সহায়তায় ৪৬,৩২৪ জন কৃষি ব্যবসায় উদ্যোক্তা ও ১,৫৯৫টি কৃষক দল গঠন করা হয়েছে ।
৹ কৃষি ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪২০কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
৹ কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারে প্রবেশধিকার নিশ্চিত করার লক্ষ্যে মোট ২১টি পাইকারী বাজার ,৬০টি গ্রোয়াস বাজার ও ঢাকার গাবতলীতে ০১টি সেন্টাল বাজার তৈরী করা হয়েছে ।
৹ কৃষিপণ্যের মূল্যসংযোজন বৃদ্ধির লক্ষ্যে ০৬টি অফিস কাম প্রক্রিয়াজাতকরণ কাম প্রশিক্ষণ কেন্দ্র নিমান করা হয়েছে ।
৹ কৃষিপণ্যের পরিবহন ও সংরক্ষণ সুবিধা প্রদানের জন্য ০১টি ট্রাক,০৭টি কুল ভ্যান ও ১১টি কুল চেম্বার পরিচালনাসহ ১৫০টি সাধারণ ভ্যান ও ৫০০ প্লাষ্টিক ক্যারেট এফএমজিদের মধ্যে বিতরণ করা হয়েছে ।
৹ গড়ে ৫০টি কৃষিপণ্যের গ্রোয়াস প্রাইস,৬০-৮০টি কৃষিপণ্যের পাইকারী বাজার দর এবং ৪০-৬০টি কৃষিপণ্যের খুচরা বাজার দর বিষয়ক তথ্য অধিদপ্তরের ওয়েব সাইট-এর মাধ্যমে দৈনিক প্রচার করা হচ্ছে 
৹ ২০০৫ সনে অধিদপ্তরের ওয়েব সাইট উদ্ভোধন করার পর থেকে এ যাবৎ ৮,২৩,৬৭৬ জন ওয়েব সাইটটি ভিজিট করেছেন ।

কৃষি বিপণন অধিদপ্তরের উল্লেখযোগ্য কাযক্রম
৹  সকল কৃষিপণ্যের কৃষকপ্রাপ্ত,পাইকারী ও খুচরা বাজার দর সরবরাহ ,চলাচল ও মজুদের তথ্য দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সংগ্রহ করা এবং বুলেটিনের মাধ্যমে তা বেতার ও দৈনিক পত্রিকায় কৃষক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের জন্য প্রচার করা ।
৹  কৃষিপণ্যের বাজারদর নিয়মিতভাবে মনিটরিং করা এবং বাজারদরের হ্রাস বৃদ্ধির কারণ চিহ্নিত করে তা স্থিতিশীল করার জন্য সরকারকে পরামশ প্রদান করা ।
৹  ব্যবসায়ী এবং পরিবহন সংস্থার সহযোগিতায় কৃষিপণ্য বিশেষ করে পঁচনশীল কৃষিপণ্য উদ্ধৃত এলাকা হতে ঘাটতি এলাকায়  প্রেরনের জন্য সংগঠিত করা ।

৹ কৃষকদের উৎপাদিত পণ্য নতুন/ নিবিড় উৎপাদন এলাকায় পরিবহন এবং বিক্রয়ের জন্য সংগঠিত করা 
৹ ১৯৬৪ সালের(১৯৮৫ সংশোধিত)কৃষিপণ্য বাজার নিয়ন্ক্রণ আইনের যথাযথ প্রয়োগ ।
৹   কৃষিপণ্যের  সুষ্ট বিপণনের জন্য  বিপণন ব্যয় , ব্যবসায়ীদের লভ্যাংশ ইত্যাদি বিষয়ে গবেষণা / সমীক্ষা পরিচালনার মাধ্যম বিপণন সমস্যা চিহ্নিত করা এবং বিপণন ব্যবস্থার উন্নয়ন ও বিপণন ব্যয় হ্রাসের পদক্ষেপ গ্রহনের জন্য পরামশ প্রদান করা ।
৹ দেশের গুরুত্বপূণ কৃষিপণ্যের পাইকারী বাজারসমূহের পযাপ্ত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাজার অবকাঠামো নিমান করা ।
৹ চামড়া রপ্তানীর মাধ্যমে পযাপ্ত / কাঙ্খিত বৈদেশিক আয়ের জন্য চামড়া ছাড়ানো,শোধন এবং সংরক্ষণের ক্ষেত্রে সম্প্রসারণ কাযক্রম পরিচালনা করা ।
৹ কৃষিপণ্যের উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ, ফসল সংগ্রহ এবং প্রধান প্রধান ফসলের সরকার কতৃক সংগ্রহ মূল্য(সাপোট প্রাইস) , আমদানী রপ্তানী নীতি নিধারনে সরকারকে পরামশ প্রদান করা ।
৹  কৃষিপণ্যের  আন্তজাতিক বাজারদর পরিবীক্ষণ করা এবং  আমদানী রপ্তানী নীতি প্রণয়নে ও পরিমাজনে সহায়তা করা ।